মাইক্রোসফট অফিস (ওয়ার্ড ও এক্সেল) এর A ➟ Z প্রয়োজনীয় সব কিবোর্ড শর্টকাট (মোট ১০০টি) ক্যাটাগরি আকারে সাজানো এবং বাংলায় ব্যাখ্যা দেওয়া ... বিসিএস , ব্যাংক ও বিভিন্ন চাকুরীর পরীক্ষায় কম্পিউটার ও তথ্য প্রযুক্তি সেকশনে এই কিবোর্ট শর্টকাট থেকে অনেক প্রশ্ন করা হয়
ব্যাসিক শর্টকাট
➖➖➖➖➖➖➖➖➖➖
Ctrl+A ➟ ফাইলের সব কিছু সিলেক্ট করা।
Ctrl+B ➟ সিলেক্ট করা টেক্সকে বোল্ড করা।
Ctrl+C ➟ সিলেক্ট করা যে কোন কিছু কপি করা।
Ctrl+D ➟ ফন্ট ডায়ালক বক্স দেখাবে।
Ctrl+E ➟ সিলেক্ট করা টেক্সকে পৃষ্ঠার মাঝে নিতে।
Ctrl+F ➟ ফাইন্ড এন্ড রিপ্লেস ডায়ালক বক্স থেকে কোন টেক্স খুজে বের করা।
Ctrl+G ➟ নির্দিষ্ট পৃষ্ঠায় যাবার জন্য ব্যবহৃত হয়।
Ctrl+H ➟ ফাইন্ড এন্ড রিপ্লেস ডায়ালক বক্স থেকে কোন টেক্স রিপ্লেস করার জন্য।
Ctrl+I ➟ সিলেক্ট করা টেক্সকে ইটালিক/ বাঁকা করতে ব্যবহৃত হয়।
Ctrl+J ➟ টেক্স জাস্টিফাই করতে ব্যবহৃত।
Ctrl+K ➟ সিলেক্ট করা যে কোন কিছু লিংক করতে ব্যবহৃত হয়।
Ctrl+L ➟ টেক্স পৃষ্ঠার/টেক্স বক্সের বাম দিকে নিতে।
Ctrl+M ➟ টেক্স এর নির্দিষ্ট স্থান বাম দিকে ফাঁকা করতে ব্যবহৃত এটি ট্যাব এর ন্যায় কাজ করে।
Ctrl+N ➟ নতুন ডকুমেন্ট ফাইল খুলতে ব্যবহৃত হয়।
Ctrl+O ➟ পুরাতন বা সেভ করা ফাইল খুলতে ।
Ctrl+P ➟ প্রিন্ট ডায়ালগ বক্স দেখাবার জন্য ব্যবহৃত।
Ctrl+R ➟ টেক্স পৃষ্ঠার/টেক্স বক্সের ডান দিকে নিতে।
Ctrl+S ➟ নতুন ফাইল সেভ বা পুরাতন ফাইলের সংযোজন অংশ সেভ করতে ব্যবহৃত।
Ctrl+T ➟ সাধারণ টেক্স নাম্বারিং এর জন্য সাহায্যে করে বাম থেকে দ্বিতীয় লাইন থেকে নির্দিষ্ট স্থান দূরে সরে যাবে। www.facebook.com/ctgitcenter
Ctrl+U ➟ টেক্স এর নীচে দাগ দিতে ব্যবহৃত।
Ctrl+V ➟ কপি করা যে কোন কিছু পেষ্ট করতে ব্যবহৃত।
Ctrl+W ➟ প্রোগ্রাম বন্ধ না করে নির্দিষ্ট ডকুমেন্ট বন্ধ করতে ব্যবহৃত।
Ctrl+X ➟ সিলেক্ট করা যে কোন কিছুকে কাট করতে ব্যবহৃত হয়।
Ctrl+Y ➟ পরবর্তী কাজ সমূহে চলে যাবার জন্য।
Ctrl+Z ➟ পূর্ববর্তী কাজ সমূহে চলে যাবার জন্য।
🎯👉 ক্যাটাগরি আকারে সাজানো শর্টকাট সমূহঃ
➖➖➖➖➖➖➖➖➖➖➖➖➖➖➖➖➖➖➖➖
🖮 🎯👉 Create, save, view and print documents
Ctrl+N ➟ নতুন ডকুমেন্ট শুরু করা।
Ctrl+O ➟ ওপেন ডায়ালগ বক্স প্রদর্শন করা।
Ctrl+W ➟ অ্যাকটিভ ডকুমেন্ট বন্ধ করা।
Ctrl+S ➟ ডকুমেন্ট সংরক্ষণ বা সেভ করা।
Ctrl+P ➟ প্রিন্ট ডায়ালগ বক্স প্রদর্শন বা প্রিন্ট করার জন্য
Alt+Ctrl+I ➟ প্রিন্ট কত পেইজ থেকে কত পেইজ হবে বা প্রিন্ট প্রিভিউ প্রদর্শন করার জন্য
Alt+Ctrl+P ➟ প্রিন্ট লেআউট প্রদর্শন করার জন্য।
Alt+Ctrl+O ➟ আউটলাইন ভিউ প্রদর্শন করার জন্য।
Alt+Ctrl+N ➟ ড্রাফট ভিউ প্রদর্শন করার জন্য।
🖮 🎯👉 Find, Replace and Browse through text
Ctrl+F ➟ কোন ওয়ার্ড সার্চ করার জন্য।
Alt+Ctrl+Y ➟ আরেকটা ওয়ার্ড সার্চ করার জন্য(একটা সার্চ রিপ্লেস করার পর)
Ctrl +H ➟ রিপ্লেস ডায়ালগ বক্স প্রদর্শন করার জন্য।
Ctrl+G ➟ গো টু ডায়ালগ বক্স প্রদর্শন করার জন্য।
Alt+Ctrl+ Z ➟ আপনি শেষ চারটি জায়গায় সংশোধন করেছেন তা প্রদর্শন করবে।
Ctrl+PageUp ➟ পূর্বের সংশোধনের স্থানে যাওয়ার জন্য। www.facebook.com/ctgitcenter
Ctrl+PageDown ➟ পরের সংশোধনের স্থানে যাওয়ার জন্য।
🖮 🎯👉 Edit and Move Text and Graphics
Backspace ➟ বামদিক থেকে একটি বর্ণ ডিলিট করার জন্য।
Ctrl + Backspace ➟ বামদিক থেকে একটি শব্দ ডিলিট করার জন্য।
Delete ➟ ডানদিন থেকে একটি বর্ণ ডিলিট করার জন্য।
Ctrl + Delete ➟ ডানদিক থেকে একটি শব্দ ডিলিট করার জন্য।
Ctrl+ Z ➟ শেষ কাজটি বাতিল করার জন্য।
Ctrl + C ➟ নির্বাচিত টেক্সট কপি করার জন্য।
Ctrl + X ➟ নির্বাচিত টেক্সট কাট করার জন্য।
Ctrl+V ➟ কপি/কাট করা টেক্সট পেস্ট করার জন্য।
Alt+Shift +R ➟ হেডার অথবা ফুটারের পূর্বের অংশ কপি করার জন্য।
Ctrl +Alt +V ➟ পেস্ট স্পেশাল ডায়ালগ বক্স প্রদর্শনের জন্য।
Ctrl + Shift + V ➟ শুধু ফরম্যাটিং পেস্ট করার জন্য।
🖮 🎯👉 Insert Special Characters
Ctrl+F9 ➟ খালি ফিল্ড ইনসার্ট করার জন্য।
Shift +Enter ➟ একটি প্যারাগ্রাফে একটি নতুন লাইন শুরু করার জন্য্। www.facebook.com/ctgitcenter
Ctrl + Enter ➟ পেজ ব্রেক ইনসার্ট করার জন্য।
Ctrl + shift+ Enter ➟ কলাম ব্রেক ইনসার্ট করার জন্য।
Alt+Ctrl+Minus Sign ➟ একটি em ড্যাশ ইনসার্ট করার জন্য।
Ctrl+Minus Sign ➟ একটি en ড্যাশ ইনসার্ট করার জন্য।
Ctrl + Hyphen ➟ একটি অপশনাল হাইপেন ইনসার্ট করার জন্য।
Ctrl + Shift + Hyphen ➟ নন ব্রেকিং হাইপেন ইনসার্ট করার জন্য।
Ctrl + Shift + Spacebar ➟ নন ব্রেকিং স্পেস ইনসার্ট করার জন্য।
Alt + Ctrl + C ➟ কপিরাইট প্রতীক ইনসার্ট করার জন্য।
Alt+Ctrl+R ➟ রেজিষ্টার্ড ট্রেডমার্ক প্রতীক ইনসার্ট করার জন্য।
Alt+Ctrl+T ➟ ট্রেডমার্ক প্রতীক ইনসার্ট করার জন্য।
Alt+Ctrl+Full Stop ➟ উপবৃত্ত ইনসার্ট করার জন্য।
🖮 🎯👉 Select Text and Graphics
Shift + Right Arrow ➟ ডানদিক থেকে একটি লেটার নির্বাচিত করার জন্য।
Shift +Left Arrow ➟ বামদিক থেকে একটি লেটার নির্বাচিত করার জন্য।
Ctrl+Shift+RightArrow ➟ শব্দের শেষ পর্যন্ত সিলেক্ট করার জন্য।
Ctrl+Shift+Left Arrow ➟ শব্দের শুরু পর্যন্ত সিলেক্ট করার জন্য। www.facebook.com/ctgitcenter
Shift+End ➟ লাইনের শেষে সিলেক্ট করার জন্য।
Shift + Home ➟ লাইনের শুরুতে সিলেক্ট করার জন্য।
Shift + Down Arrow ➟ নিচের একটি লাইন ও সিলেক্ট করার জন্য।
Shift +Up Arrow ➟ উপরের একটি লাইন ও সিলেক্ট করার জন্য।
Ctrl+Shift+Down Arrow ➟ প্যারেগ্রাফের শেষ পর্যন্ত সিলেক্ট করার জন্য।
Ctrl+Shift+Up Arrow ➟ প্যারাগ্রাফের শুরু পর্যন্ত সিলেক্ট করার জন্য।
Shift+Page Down ➟ স্ক্রীনের নিচে পরবর্তী স্ক্রীনে সিলেক্ট করার জন্য।
Shift+Page Up ➟ স্ক্রীনের উপরে পূর্ববর্তী স্ক্রীনে সিলেক্ট করার জন্য।
Ctrl+Shift+Home ➟ কোন ডকুমেন্টের একদম শুরুতে যাওয়ার জন্য।
Ctrl+Shift+End ➟ কোন ডকুমেন্টের একদম শেষে যাওয়ার জন্য।
Ctrl + A ➟ সম্পূর্ণ ডকুমেন্ট সিলেক্ট করার জন্য।
🖮 🎯👉 Select Text in a Table
Tab ➟ টেবলের পরবর্তী সেল সিলেক্ট করার জন্য।
Shift +Tab ➟ টেবলের পূর্ববর্তী সেল সিলেক্ট করার জন্য।
Shift+Alt+Page Down ➟ উপরের সেল থেকে পুরো কলাম সিলেক্ট করার জন্য।
Shift+Alt+Page Up ➟ নিচের সেল থেকে পুরো কলাম সিলেক্ট করার জন্য।
Alt+5 on the numeric Keypad(with Num Lock off) ➟ পুরো টেবল সিলেক্ট করার জন্য।
🖮 🎯👉 Apply Paragraph Formatting-
Ctrl+1 ➟ সিঙ্গেল লাইন স্পেসিং সেট করার জন্য।
Ctrl + 2 ➟ ডাবল লাইন স্পেসিং সেট করার জন্য।
Ctrl+5 ➟ দেড় লাইন স্পেসিং সেট করার জন্য।
Ctrl+0 ➟ এক লাইন স্পেস দেওয়ার জন্য ২টি প্যারাগ্রাফের মধ্যে।
Ctrl +E ➟ একটি প্যারাগ্রাফকে মাঝখানে সেট করে।
Ctrl+J ➟ একটি প্যারাগ্রাফকে জাস্টিফাইড অ্যালাইনমেন্ট দেওয়ার জন্য।
Ctrl+R ➟ একটি প্যারাগ্রাফকে রাইট অ্যালাইনমেন্ট দেওয়ার জন্য।
Ctrl+L ➟ একটি প্যারাগ্রাফকে লেফট অ্যালাইনমেন্ট দেওয়ার জন্য। www.facebook.com/ctgitcenter
Ctrl+M ➟ বাম দিক থেকে ইনডেন্ট দেওয়ার জন্য
Ctrl+Shift+M ➟ বামদিক থেকে প্যারাগ্রাফ ইনডেন্ট বাদ দেয়ার জন্য।
Ctrl+T ➟ হ্যাংগিং ইনডেন্ট দেওয়ার জন্য।
Ctrl+Shift+T ➟ হ্যাংগিং ইনডেন্ট কমানোর জন্য।
Ctrl+Q ➟ প্যারাগ্রাফ ফরম্যাটিং দূর করার জন্য।
🖮 🎯👉 Perform a Mail Merge- Chittagong It Center - CIC
Alt+shift+K ➟ মেইল মার্জ প্রদর্শনের জন্য।
Alt+Shift+N ➟ ডকুমেন্ট মার্জড করার জন্য।
Alt+Shift+M ➟ মার্জড ডকুমেন্ট প্রিন্ট করার জন্য।
Alt+Shift+E ➟ মেইল মার্জড ডাটা ডকুমেন্ট এডিট করার জন্য।
Alt+shift+F ➟ একটি মার্জ ফিল্ড ইনসার্ট করার জন্য।
🎯👉 এক্সেলের শর্টকাট কি :: www.facebook.com/ctgitcenter
➖➖➖➖➖➖➖➖➖➖
এমএস এক্সেলে কিছু কিছু বিশেষ নির্দেশের মাধ্যমে দ্রুত কাজ করা সম্ভব। ব্যস্ততার মুহূর্তে সময় বাঁচাতে শর্টকার্ট কি ব্যবহার করা ভালো। নিচে এক্সেলের বিভিন্ন কাজের শর্টকাট কি দেওয়া হলো।
অ্যারো কি: ডানে, বামে, ওপরে এবং নিচে কারসর নাড়াতে।
Ctrl+Arrow ➟ ডানে, বামে, ওপরে এবং নিচে লেখার শেষে কারসর যাবে।
Ctrl+Home ➟ ফিল্ড বা লেখার শুরুতে কারসর।
Ctrl+End ➟ ফিল্ড বা লেখার শেষে কারসর।
Ctrl+Page Up ➟ আগের পৃষ্ঠা বা ওয়ার্কশিটে যাওয়া।
Ctrl+Page Down ➟ পরের পৃষ্ঠা বা ওয়ার্কশিটে যাওয়া। www.facebook.com/ctgitcenter
Atl+Page Up ➟ ডকুমেন্টের প্রথম কলামে অবস্থান করা।
Atl+Page Down ➟ ডকুমেন্টের শেষ কলামে অবস্থান করা।
Atl+Enter ➟ ফিল্ডে কারসর রেখে দুই ক্লিকের মাধ্যমে পরের লাইন তৈরি করা।
Shift+TAB ➟ পেছনের ফিল্ড থেকে প্রথম ফিল্ডে একেক করে যাওয়া।
Ctrl+1 ➟ ফন্ট, বর্ডার, নম্বর ইত্যাদির পরিবর্তন করা।
Ctrl+2 ➟ ফন্ট বোল্ড করা।
Ctrl+3 ➟ লেখাকে ইটালিক করা।
Ctrl+4 ➟ লেখা আন্ডারলাইন করা।
Ctrl+5 ➟ লেখার মাঝখান বরাবর কাটা দাগ (স্ট্রাইক থ্রু)।
Ctrl+7 ➟ স্ট্যান্ডার্ড টুলবার সরিয়ে দেওয়া।
Ctrl+9 ➟ কারসর যে ফিল্ডে আছে, তা মুছে ফেলা (রো ডিলিট)। www.facebook.com/ctgitcenter
Ctrl+0 ➟ কলাম ডিলিট।
Atl+F1 ➟ ওয়ার্কশিটের সঙ্গে চার্টশিট যুক্ত করা।
Atl+F2 ➟ সেভ অ্যাজ।
Ctrl+F3 ➟ ডিফাইন ডায়ালগ বক্স খোলা।
Ctrl+F4 ➟ ফাইল বন্ধ করা।
Ctrl+F5 ➟ ফাইল নামসহ আদালা উইন্ডো।
Ctrl+F8 ➟ ম্যাক্রো তৈরির জন্য ডায়লগ বক্স খোলা।
Ctrl+F9 ➟ ফাইল মিনিমাইজ করা।
Ctrl+F10 ➟ ফাইল নামসহ আলাদা ইউন্ডো।
Ctrl+F11: ওয়ার্কশিটের সঙ্গে ম্যাকরো শিট যুক্ত করা।
Ctrl+F12 ➟ ওপেন ডায়ালগ বক্স।
🎯👉 জেনে নিন কিছু সার্বজনীন গুরুত্বপূর্ণ কী বোর্ড শর্টকাট
➖➖➖➖➖➖➖➖➖➖➖➖➖➖➖➖➖➖➖➖
১) Ctrl+F ➟ ডকুমেন্ট বা ওয়েব পেজে কোনো কিছু খুঁজতে ব্যবহার করতে পারেন এ শর্টকাট। দেখুন না কত সহজে খুঁজে বের করা যায় প্রয়োজনীয় তথ্য। এক সমীক্ষায় দেখা গেছে ৯০ শতাংশ ব্যববহারকারীই এ শর্টকাট কখনো ব্যবহার করেননি। আপনিও কি তাদের দলে?
২) Ctrl+Tab ➟ ব্রাউজারে ওপেন করা ট্যাবগুলোতে একের পর এক যেতে ব্যবহার করতে পারেন এ শর্টকাট।
৩) Ctrl+Shift+Tab ➟ ব্রাউজারে ওপেন করা ট্যাবগুলো বিপরীতমুখী ভ্রমণে ব্যবহার করতে পারেন এই শর্টকাট।
৪) Alt+Tab ➟ ব্রাউজার থেকে ট্যাবসম্পন্ন কোনো অ্যাপ্লিকেশনে যেতে অথবা পুনরায় ব্রাউজারে যেতে ব্যবহৃত হয় এই শর্টকাট।
৫) Ctrl+T ➟ ব্রাউজারের একই উইন্ডোতে নতুন ট্যাব খুলতে ব্যবহার করা যাবে এ শর্টকাট।
৬) Ctrl+N ➟ ব্রাউজারের আলাদা উইন্ডো খুলতে এ শর্টকাট ব্যবহৃত হয়। www.facebook.com/ctgitcenter
৭) Ctrl+L ➟ চলমান ট্যাবের অ্যাড্রেসবারে লিখতে এ শর্টকাটটি ব্যবহার করতে পারেন।
৮) Ctrl+W ➟ চলমান ট্যাবটি বন্ধ করতে ব্যবহার করতে পারেন শর্টকাটটি।
৯) Ctrl+C ➟ কোনো কিছু কপি করতে ব্যবহার করুন শর্টকাটটি।
১০) Ctrl+X ➟ কোনো কিছু কাট করতে ব্যবহার করুন শর্টকাটটি।
১১) Ctrl+V ➟ কপি বা কাটের পর পেস্ট করতে ব্যবহৃত হয় এ শর্টকাট।
১২) Ctrl+Z ➟ সর্বশেষ পরিবর্তনটি আনডু করতে চাইলে ব্যবহার করতে পারে এই শর্টকাটটি।
১৩) Ctrl+A ➟ ডকুমেন্ট বা ওয়েবপেজের সব কিছু সেলেক্ট করতে ব্যবহৃত হয় এ শর্টকাট।
১৪) Ctrl+S ➟ কোনো কিছু সেভ করতে ব্যবহার করুন এ শর্টকাট। www.facebook.com/ctgitcenter
১৫) Shift+Ctrl+Right ➟ কোনো শব্দের প্রথমে কার্সর রেখে এ শর্টকাট ব্যবহার করে সংশ্লিষ্ট শব্দটি সেলেক্ট করা যায়।
🎭 আপনি চাইলে আমাদের ফেইসবুক page এ join করতে পারেন।
www.facebook.com/ctgitcenter
যাদের এই পেইজের পোস্ট গুলো ভালো লাগে ... কিন্তু প্রত্যেক পোস্ট নিয়মিত আপনার ফেসবুক ওয়ালে দেখতে পাচ্ছেন না ...
তারা কষ্ট করে পোস্ট গুলো শেয়ার করে রাখুন।
www.facebook.com/ctgitcenter
অথবা , কষ্ট করে পেইজের পোস্ট ✐ Notification চালু করে রাখুন... যা পেইজের "Following "অপশনে পাবেন